বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দল।
বুধবার মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউল হক শাহীন, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৭/মাহবুব