সিলেটের জাফলংয়ের পরিবেশ রক্ষা ও বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুরে পর্যটন উন্নয়ন ও পুরাকীর্তি সংরক্ষণ কমিটি এবং জাফলং পর্যটন উন্নয়ন পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জাফলং এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় দুই দশক ধরে জাফলং থেকে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে। ফলে জাফলংয়ের প্রকৃতি ও পরিবেশ হুমকির মুখে পড়েছে। ২০১২ সালে জাফলংকে ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করা হলেও থামছে না বোমা মেশিনের তান্ডব। বোমা মেশিন ও ট্রাকের শব্দ এবং ধুলোবালিতে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত জাফলং এখন বিপদজনক এলাকায় পরিণত হয়েছে। বক্তারা প্রকৃতিকন্যা জাফলং রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পর্যটন উন্নয়ন ও পুরাকীর্তি সংরক্ষণ কমিটির সভাপতি ফয়েজ আহমদ বাবর, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সেভ দ্যা হেরিটেজ এন্ড এনভায়রণমেন্টের প্রধান সমন্বয়ক আবদুল হাই আল হাদী, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ। পরে জাফলংয়ের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার