বীরগঞ্জে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. পরমেজ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. পরমেজ (৫২) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের মো. ছিবাতুল্লা সরকারের ছেলে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বীরগঞ্জের মোহনপুর ইউপির চিলকুড়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহছে উল গণি জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি চিলকুড়া গ্রামের মো. পরমেজ নিজ বাড়ি অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. পরমেজকে গ্রেফতার করা হয়।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৯০ সালে মাদক দ্রব্য আইনে দায়েরকৃত গাঁজা চাষ মামলায় অভিযুক্ত মো. পরমেজকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের জেল এবং গাঁজা বিক্রয়ের অভিযোগে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা অনাদায়ে আরও ১মাসের জেল রায় প্রদান করেছেন বিজ্ঞ দিনাজপুর জেলা যুগ্ন দায়রা জজ দ্বিতীয় আদালত। জামিনে থাকা অবস্থায় রায় ঘোষণা করা হলে রায়ের পর থেকে সে পলাতক ছিল।
অপরদিকে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বীরগঞ্জ শহরের ফিসারীর মোড় হতে মনির চন্দ্র রায় (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গাজাসহ আটক করে পুলিশ। আটক মনির চন্দ্র রায় সুজালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রবিন্দ্র নাথ রায়ের ছেলে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার এসআই প্রভাত কুমার সরকার জানান, আজ তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলম হোসেন ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার