বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদার হাতে সাগরদী বাজারের ব্যবসায়ী মো. মামুন হাওলাদার দুই দফায় লাঞ্চিত হওয়ার প্রতিবাদে বাজারের সকল দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। আজ দুই দফায় ওই বাজারের ব্যবসায়ী মো. মামুনকে লাঞ্চিত করার অভিযোগ ওঠে আওয়ামী লীগ নেতা নাজমুল হুদার বিরুদ্ধে। এর প্রতিবাদে সকাল সাড়ে ১১টার দিকে ওই বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দুপুর দেড়টা পর্যন্ত বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে তারা বরিশাল-কুয়াকাটা সড়কের সাগরদী ব্রিজের ঢালে অবস্থান নিলে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ বিক্ষোভকারীদের এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
সাগরদী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল সাহা জানান, আজ স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজারের মামুন হাওলাদার নামে এক ব্যবসায়ীর ওপর দুই দফায় হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে বাজারের সকল ব্যবসায়ী বিক্ষুব্ধ হয়ে হামলাকারীর বিচারের দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করে। পরে পুলিশ ও বাজার কমিটির সভাপতি ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
হামলার শিকার মামুন হাওলাদার জানান, ক্ষমতার দাপট দেখিয়ে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাজারের ভাসমান সবজি বিক্রেতাদের কাছ থেকে দির্ঘদিন ধরে চাঁদা করে আসছিল। চাঁদা না দিলে ভাসমান ব্যবসায়ীদের মালামাল নিয়ে যেতেন তিনি। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার দোকানের সামনে বসে ব্যবসা করছিল জগা সাধু নামে এক সবজি বিক্রেতা। তিনি সাঁজি সরিয়ে ফেলতে বললে জগা সাধু ক্ষিপ্ত হয়ে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক নাজমুল হুদাকে খবর দেয়। পরে নাজমুল হুদা বাজারে এসে ব্যবসায়ী মামুনকে দুই দফায় মারধর করে।
বাজার কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার জানান, দুপুর ১টা পর পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে।
অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী মামুনকে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার