ফেনীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও গাড়ি বহরের পাশে বোম মেরে দুটি গাড়িতে আগুন দেয়া বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বলে দাবি করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। আজ দুপুরে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে জেলা আওয়ামী লীগের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের কোন সহযোগী সংগঠনের নেতা-কর্মী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার সাথে জড়িত নয়।
তিনি বলেন, শনিবার ছাত্রদল যুবদলের কর্মীরা গণমাধ্যমের গাড়ি ভাঙচুর শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের নিরাপত্তা দিতে রাস্তায় এসেছে। কোনো ঘটনা গোপন থাকবে না। প্রকৃত সত্য উদঘাটন হবে। যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। মঙ্গলবারের ঘটনায়ও তারা জড়িত। বেগম জিয়া ফেনী-১ সংসদীয় এলাকা থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। তাই জাতীয় ভাবে বিএনপি কোন ইস্যু না পেয়ে তারাই গাড়ি বহরে থাকা সাংবাদিকদের গাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ফেনীতে ইস্যু সৃষ্টির পাঁয়তারা করেছেন। শনিবার হামলা চালিয়ে উল্লেখযোগ্য আন্দোলনের ইস্যু তৈরিতে ব্যর্থ হয়ে মঙ্গলবার ফেনীর মহিপালে পুরনো কায়দায় দুটি বাসে পেট্রোল বোম মেরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে আবার আন্দোলনের ইস্যু তৈরির চেষ্টা করে। হামলার সাথে সরাসরি জড়িত ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সোহাগ ভূঞাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীরা।
সংবাদ সম্মেলন চালাকালীন সময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামানসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার