'উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর' স্লোগানে বরিশালে শুরু হয়েছে আয়কর মেলা। ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ৭ দিনব্যপাী এ মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আজ বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে বরিশাল কর অঞ্চলের আয়োজনে সপ্তাহব্যাপী আয়কর মেলা ফেস্টুন-বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান।
বরিশাল অঞ্চল কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহা. আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহসভাপতি আমিনুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মেলায় বরিশাল কর সার্কেলের পক্ষ থেকে ১০টি বুথের ব্যবস্থা রয়েছে। এছাড়া সোনালী ও জনতা ব্যাংকের একটি করে বুথ এবং একটি মেডিকেল বুথ রয়েছে। বিশেষ করে নারী, সিনিয়র সিটিজেন ও মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক আরেক একটি বুথ রাখা হয়েছে। থাকছে অনলাইন রিটার্ন ব্যবস্থাও। গত বছর রিটার্ন পেয়েছেন ৬ হাজার ৫শ’। তবে এবছর লক্ষ্যমাত্রা ৮ হাজার রিটার্ন পাওয়ার। গেল বার বরিশালের আয়কর মেলায় কর আদায় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ টাকা। এ বছর মেলায় ৬ কোটি টাকা আয়কর আদায়ের লক্ষমাত্রা নির্ধারণ করেছে বরিশাল কর অঞ্চল।
বিডি প্রতিদিন/এ মজুমদার