সাতক্ষীরা শ্যামনগরে চাঞ্চল্যকর রুপালি হত্যা মামলার আসামি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে মুন্সিগঞ্জ বাজার থেকে মঙ্গলবার গভীর রাতে শ্যামনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার রুহুল আমিন মুন্সিগঞ্জ ইউনিয়নের কাঁলাচাদ গাজীর ছেলে ও মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মুন্সিগঞ্জ বাজার থেকে রুপালি হত্যা মামলার আসামি রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার