নাটোরের গুরুদাসপুরে দেড়বছরের শিশু আহম্মদ আলী মুন্সি হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ উপজেলার মোল্লাবাজারে এক কিলোমিটার এলাকাজুড়ে এলাকাবাসী মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত শিশু আহম্মদ আলীর বাবা মমতাজ উদ্দিন, ইউপি সদস্য আলী আকবর হিটলার,মহিলা ইউপি সদস্য মোছা. জরিনা খাতুন, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সরকার এম হাসানসহ প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ই সেপ্টেম্বর মোল্লাবাজারের মো. মমতাজ উদ্দিনের দেড় বছরের শিশু আহম্মদ আলী নিখোঁজ হয়। তারপর ১৩ই সেপ্টেম্বর প্রতিবেশী লিপি,মকুল,মজিবর,কহিনুরের বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূড়ে শিশু আহম্মদ আলীর লাশ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার