নারায়নগঞ্জের রূপগঞ্জে ৩ পরিবহন ডাকাত আটক করেছে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। আজ ঈগল পরিবহনের একটি বাস (পাবনা-ব-১১-০১১১) থেকে ডাকাতদের আটক করা হয়। আটককৃত ডাকাতরা হল, জেলার সোনারগাওঁ থানার চৌড়াপাড়া এলাকার মৃত সেরাজলের ছেলে নবীর হোসেন (২৫), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দোনারচর এলাকার মৃত রফিকুলের ছেলে সেন্টু (৩৫), মাদারীপুর জেলার নুরুল ইসলামের ছেলে আলম (২৫)।
পরিবহন নেতা মোহাম্মদ আলী জানান, ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুর থেকে ঢাকা হয়ে নরসিংদী জেলার মাধবদী যাচ্ছিল। বাসটি দুপুরের দিকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার পার হয়ে কাজলা এলাকায় স্পীড ব্রেকার পার হবার সময় বাসটির দরজা ভেঙ্গে ৫ জনের একটি ডাকাত দল বাসটিতে উঠে ডাকাতি করে যাত্রীদের টাকা-পয়সা ও মালামাল লুটে নেয়। বাসটি শিমরাইল এলাকায় এলে ২ জন ডাকাত মালামাল নিয়ে চলন্ত গাড়ি থেকে নেমে যায়। পরে বাস থেকে হেলপার নেমে গিয়ে রূপগঞ্জের তারাব এলাকার পরিবহন নেতাদের ফোন দিলে তারা তারাব এলাকায় বেরিকেড দিয়ে বাসটি থামিয়ে ৩ ডাকাতকে আটক করে।
আটককৃত ডাকাতরা জানিয়েছে, পরিবহনে ডাকাতি ও অরাজকতা সৃষ্টি করতে অপর পরিবহন নেতা জসিম তাদের জেল থেকে কিছু দিন আগে ছাড়িয়ে এনেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার এস,আই ফরিদ জানান ডাকাতরা ঢাকা থেকে পরিবহনে ডাকাতি শুরু করে। পরে খবর পেয়ে স্থানীয় লোকদের সহযোগীতায় তাদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার