বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি (জুনিয়র দাখিল পরীক্ষা) পরীক্ষার প্রথম দিনে আজ নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে উজ্জল হোসেন নামের এক মাদ্রাসা সুপারকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট আবু তাহিরের ভ্রাম্যমাণ আদালত। উজ্জল হোসেন উপজেলার ফরিদপুর দাখিল মাদ্রাসার সুপার।
জানা গেছে, জেডিসি পরীক্ষার প্রথম দিন আরবি প্রথমপত্র পরীক্ষা চলাকালে উজ্জল হোসেন বালিতিতা ইসলামপুর আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তার মাদ্রাসার পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছিলেন। এসময় তাকে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট আবু তাহির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার