পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দিনভর কর্মবিরতি পালন করেছেন। আজ সকাল থেকে বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা সরকারি কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে এ কর্মবিরতি পালন করেছে।
কর্মবিরতির ফলে পৌরসভার সকাল কার্যক্রম বন্ধ রয়েছে। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পৌরসভার সচিব মো. মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মিজানুজ্জামান প্রমুখ। তারা বলেন, অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নের জন্য কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার