মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট ফুটবল টুর্নামেন্টে সোমবার গ্রুপ পর্বের ৪র্থ খেলায় কুষ্টিয়া জেলা ফুটবল দল ঝিনাইদহ ফুটবল একাডেমীকে ২-১ গোলে হারিয়েছে।
আছাদুজ্জামান ফুটবল একাডেমী আয়োজিত টুর্নামেন্টের আজকের খেলা ছিল চমৎকার ক্রীড়া নৈপূণ্যে ভরা একটি ফুটবল প্রদর্শনী। প্রথম থেকেই দু’দলই মূহুমূহু আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে। সবথেকে বড়কথা এ দু’দলই তাদের নিজস্ব খেলোয়াড় দিয়ে একাদশ সাজিয়েছিলেন। যে কারনে দর্শকরা খেলা দেখে বেশি আনন্দ পেয়েছে বলে তারা জানান।
ঝিনাইদহ ফুটবল একাডেমীর পক্ষে এনামুল প্রথমার্ধের ৩৮ মিনিটের মাথায় ১টি মাত্র গোল করেন। অন্যদিকে দ্বিতীয়ার্ধে কুষ্টিয়া জেলা ফুটবল দলের পক্ষে রনি ১৮ মিনিটে ও জীবন ৩৬ মিনিটে জয় সূচক গোলটি করেন।
খেলা শেষে মাগুরা জেলা প্রশাসক আকিুর রহমান বিজয়ীদলের জীবনকে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন।
আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশন যশোর আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমীর মুখোমুখি হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন