ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আ. সালাম (৫৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য পুলিশ আজিজুল হক মোল্লা, ইসমাইল মোল্লা ও আবু বক্কর মোল্লা নামে তিনজনকে আটক করেছে। আজ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউপির হরিহরপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুরের হরিহরপুর বালুপাড়া গ্রামের কৃষক আব্দুস সালামের সাথে তার চাচা ইসতিয়াক হোসেন গংদের জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল সাড়ে৭টার দিকে ইসতিয়াক হোসেন ও তার লোকজন জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছিল। এসময় বাধা দিতে গেলে তারা আ. সালামকে বেধম মারপিট করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
পার্বতীপুর মডেল থানার ওসি হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আজিজুল হক মোল্লা, ইসমাইল মোল্লা ও আবু বক্কর মোল্লাকে জিঙ্গাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বাদী হবে নিহতের ছেলে আবু সাঈদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার