বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে জাল পাতা নিয়ে দুই দল জেলের সংঘর্ষে উভয় পক্ষের ১৭ জন আহত হয়েছেন। রবিবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হিজলা সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন অংশ দখলে রেখেছেন স্থানীয় প্রভাবশালীরা। রবিবার বিকেলে স্থানীয় জাহের আকনের নিয়ন্ত্রিত নদীতে জাল ফেলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলনের জেলেরা। এ সময় জাহের আকনের জেলেরা জাল ফেলতে আসা প্রতিপক্ষ গ্রুপের তিন জেলেকে ধরে নিয়ে যায়। তাদের ছাড়িয়ে আনতে যায় নজরুল ইসলাম মিলনের জেলেরা। এ সময় দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের ১৭ জন আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত জেলেরা হলো হযরত আলী, মাইনুল রাড়ি, সাকিল খান, নাসির মাঝি, ফয়সল, বাহাউদ্দিন মঝি, আকতার বেপারী, নিজাম মাঝি, হারুন সরদার, গিয়াসউদ্দিন, মাসুদ পাইক, আলআমিন পাইক, মহসিন মাঝি প্রমুখ।
হিজলা থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, মেঘনা নদীতে জাল পাতা নিয়ে দুই দল জেলের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু কাউকে আটক করা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার