ময়মনসিংহের ফুলপুরে অভিযানে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও মাদকসহ শফি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের লক্ষ্যে সোমবার বিকালে ৩৫ সদস্যের একটি টিম ৫ ঘণ্টাব্যাপী অভিযান চালায়।
উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সিঙ্গীমারী, চরবাহাদুরপুর, চরস্বল্পা ও চরনিয়ামত গ্রামে ওই অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম’র নির্দেশে অভিযান পরিচালনা করেন, এএসপি (ফুলপুর সার্কেল) ইঞ্জিনিয়ার সাখের হোসেন সিদ্দিকী। অভিযানে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার ও মাদকসহ শফি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় ওসি একেএম মাহবুব আলম, ওসি (তদন্ত) রুহুল আমিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম