নাটোরে হালসা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন মন্ডলকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নিরঞ্জন মন্ডল ওই এলাকার ঝড়ু মন্ডলের ছেলে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হালসা বাজারে এ ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, রাতে হালসা বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন নিরঞ্জন। এ সময় নয়ন নামে এক যুবকসহ কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন