সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকায় মঙ্গলবার ভোরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এসময় দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান।
আটক দুজন হলেন, মো.নূর আলম (৫০) ও মো.মেহেদী হাসান (১৯)।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ