সিলেটের গোয়ালাবাজার এলাকায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকা থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনটি ৩নং লাইনে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেনটি উদ্ধারের জন্য কাজ চলছে।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ