আশুলিয়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত ছাত্রীর নাম সূবর্না আক্তার বন্যা আশুলিয়ার সেজুতি স্কুলের ছাত্রী। স্কুলে যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে ইসরাফিল নামের এক বখাটে। এঘটনায় অপহৃত ছাত্রীর বাবা তিনজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আশুলিয়া সদর ইউনিয়নের বাসাইদ গ্রামের ওয়াজ উদ্দিনের মেঝ মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সুবর্না আক্তার বন্যাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্কুলে যাওয়ার পথে অপহরণ করেছে ইস্রাফিল নামের এক বখাটে। ইস্রাফিল একই এলাকার হাবিবুর রহমান ওরফে গোয়ালের ছেলে। স্থানীয়রা জানান, ইস্রাফিল এলাকায় বখাটে হিসাবেই পরিচিত। ইস্রাফিল যে স্কুলে লেখা-পড়া করত সে স্কুল থেকে অশালীন আচরণ ও বখাটেপনার দায়ে স্কুল কতৃপক্ষ তাকে বের করে দিয়েছিল।
অপহৃত ছাত্রীর বাবা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইস্রাফিল আমার মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে প্রতিনিয়ত উত্যক্ত করতো। বিষয়টি বন্যা তার মাকে জানালে বন্যার মা আমাকে জানায়। পরে আমি বিষয়টি ইস্রাফিলের মা-বাবাকে অবিহিত করি । কিন্তু ইস্রাফিলের মা-বাবা ছেলেকে শাসন না করে আমার মেয়ের পিছনে ছেলেকে লেলিয়ে দেয় এবং উল্টো আমার স্কুলে পড়ুয়া নাবালিকা মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় । আমার মেয়ে নাবালিকা শিশু বিধায় প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সকালে স্কুলে যাবার পথ থেকে আনোয়ার ও হাবিবের পরামর্শ ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার মেয়েকে ইস্রাফিল অপহরণ করে।
এই বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৩ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দিয়েছেন ওই স্কুল ছাত্রীর বাবা। । বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার