ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার বলিদাপাড়া নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস কালীগঞ্জ-যশোর মহাসড়কের বলিদাপাড়া এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ