বিড়ির উপর বৈষম্যমূলক রাজস্ব কর বৃদ্ধির প্রতিবাদে এবং সম্পূর্ন রাজস্ব কর প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আহ্বানে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিড়ি শ্রমিক ফেডারেশন ও কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রনব দেবনাথের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে অতিথির বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক এম কে বাঙ্গালী, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক হ্যারিক হোসেন, স্থানীয় সদস্য শামীম হোসেন, জাহাঙ্গীর আলম, লোকমান হাকিম প্রমুখ।
বক্তারা তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অনতি বিলম্বে এই দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ