ভোলার মেঘনায় জেলে ট্রলারে মঙ্গলবার ভোরে হামলা চালিয়ে অস্ত্রের মুখে ৮ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা। মাঝের চর সীমানায় ডাকাতির এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানায়, সোমবার দিবগত রাতের দিকে জেলেরা মেঘনায় ইলিশ শিকার করছিলো। এ সময় একদল দস্যু জেলেদের ৮টি ট্রলারে হামলা চালিয়ে ৮ জনকে অপহরণ করে নিয়ে যায়। দস্যুদের প্রতিহত করতে চাইলে জেলেদের বেদম মারধর করে তারা।
এদিকে ভোলা সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো. বশির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
অপহৃতদের মধ্যে প্রাথমিকভাবে ইউসুফ, স্বপন ও রহিমের নাম জানা গেছে। এছাড়া বিল্লাল ও আব্বাসের ট্রলারের মাছসহ অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে গেছে বলেও জানা গেছে।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ