রাঙামাটির নানিয়ারচর উপজেলায় অনাদী রঞ্জন চাকমা (৫৫) নামের সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টায় নানিয়ারচর উপজেলার তৈচাকমা দজর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অনাদী রঞ্জন চাকমার বাড়ি নানিয়াচরের চিরঞ্জীব দজর পাড়া। তিনি নানিয়ারচর উপজেলার ২নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বর ও নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য বলে দাবি করেছে সংগঠনটির আহ্বায়ক জ্যোতি লাল চাকমা।
নানিয়াচর নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি সদস্য সচিব সেন্টু চাকমা জানায়, রাঙামাটির নানিয়াচর উপজেলার তৈচাকমা দজর পাড়া (১৮ মাইল) এলাকায় তার পাশের বাড়িতে বেড়াতে যায়। এ সময় ৬-৭ জনের সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল অনাদী রঞ্জন চাকমাকে গুলি করে হত্যা করে। দৃর্বৃত্তদের গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পড়ে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এলাকায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের পরিষদের সদস্য অমর জতী চাকমা এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিনা কারণে দুর্বৃক্তরা সাবেক মেম্বার অনাদী রঞ্জন চাকমাকে গুলি করে হত্যা করেছে।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও ২নং নানিয়াচর সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা এক বিবৃতিতে অভিযোগ করে বলেন, নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি সদস্য অনাদী রঞ্জন চাকমা হত্যার প্রতিবাদে মঙ্গলবার নানিয়াচরে প্রতিবাদ সমাবেশ ও রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ এবং আগামী বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ করা হবে।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৭/মাহবুব