নেত্রকোনায় নারী নির্যাতনকে লাল কার্ড দেখিয়ে নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এতে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। ব্র্যাক সামজিক ক্ষমতায়ন কর্মসূচি সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে মানববন্ধনে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার একাত্মতা প্রকাশ করেন। তারা বিভিন্ন স্লোগানকে সামনে তুলে ধরে সচেতনতা বাড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
তারা সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, সচেতনতার মাধ্যমে অনেকাংশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা কমে আসছে। তাই সামজিকভাবেই এই সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ রোধ করতে হবে।
বিডি প্রতিদিন/৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা