চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সদস্য মাসুম বিল্লাহকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার রাতে তাকে ঝিনাইদহ শহরের মুজিব চত্বর থেকে গ্রেফতার করা হয়।
আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আটক মাসুম বিল্লাহ (১৯) ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহমেদ জানান, ২০১৭ সালের ২৮ জানুয়ারি সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এমএম ফিলিং স্টেশনের সামনে থেকে জিহাদি বই ও দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের দুই সদস্যকে গ্রেফতার করে র্যাব। এ সময় অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একই দিন র্যাবের এসআই রকিব মাহমুদ বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। এ মামলায় মাসুম বিল্লাহ দীর্ঘ দিন পালাতক ছিল। মঙ্গলবার দুপুরে তাকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ