৪০ দিনের জন্য কাজের সুযোগ পেলেন লালমনিরহাটের প্রায় ১০ হাজার শ্রমিক। দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির জন্য কর্মসৃজন প্রকল্পের আওতায় তাদের এ কাজের সুযোগ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিউল আরিফ।
উদ্বোধন শেষে শ্রমিকরা কাজ শুরু করেছেন। শ্রমিকরা এক একটি দলে অন্তর্ভুক্ত হয়ে নিদিষ্ট প্রকল্পের আওতায় রাস্তাঘাট, খেলার মাঠ, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাটের কাজ করছেন। এতে সাধারণ শ্রমিকরা দৈনিক ২০০ টাকা ও দল নেতা ২৫০ টাকা হারে মজুরি পাবেন। শ্রমিকরা নিজ নামে ব্যাংক হিসাব নম্বরে চেকের মাধ্যমে সপ্তাহে একদিন মজুরি উত্তোলন করতে পারবেন। সরকারি কর্মদিবসে সপ্তাহে একদিন তাদের ছুটি থাকবে। তবে ছুটির দিনে মজুরি পাবেন না। শুরু থেকে মোট ৪০ দিন কাজ করে একজন সাধারণ শ্রমিক ৮ হাজার টাকা এবং দল নেতারা ১০ হাজার টাকা আয় করতে পারবেন।
কর্মসৃজন প্রকল্পের কাজের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, ইউপি সচিব আজহারুল ইসলাম আতিক, ইউপি সদস্য আব্দুল মজিদ ও ফারুক মিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন