টাঙ্গাইলের সখীপুরে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাবেক কমান্ডার এম.ও গনির বিরুদ্ধে অপপ্রচার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধাদের একাংশ।
মঙ্গলবার বিকেলে তালতলা চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হাতিবান্ধা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আ.লীগ সভাপতি কুতুব উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গণি, মোঃ মজিবুর রহমান চাঁন, মোঃ হযরত আলী ও সাবেক ডিপুটি কমান্ডার শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ সহিদুর রহমান প্রমুখ।
সম্প্রতি যাচাই বাছাই করে নতুন ১০৪জন মুক্তিযোদ্ধার নামের তালিকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে পাঠানো হয়। এতে মুক্তিযোদ্ধাদের একাংশ দাবি তুলেন ওই ১০৪জন নতুন মুক্তিযোদ্ধাকে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। এর প্রতিবাদে সাবেক কমান্ডার এম.ও গণির বিরুদ্ধে উপজেলা মুক্তিযোদ্ধাদের একাংশ ৯ নভেম্বর মানববন্ধন করে। তারা যাচাই বাছাই কমিটির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন না করে সাবেক কমান্ডার এম.ও গণির বিরুদ্ধে মানববন্ধন করার প্রতিবাদেই এই বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/ ৫ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান