মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের নবাগত চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক শিক্ষা বোর্ডে যোগদান করেছেন। এর আগে প্রফেসর মো. আবু বকর সিদ্দিক দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন।
আজ বেলা সাড়ে ১১টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের নবাগত চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক শিক্ষা বোর্ড কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত সচিব মো. তোফাজ্জুর রহমান ফুল দিয়ে স্বাগত জানান নবাগত চেয়ারম্যানকে।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. ফারাজ উদ্দিন তালুকদার, বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য্য, উপ-সচিব ড. মো. আব্দুর রাজ্জাক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন অর রশীদ মন্ডল, উপ-বিদ্যালয় পরিদর্শক মো. আলতাফ হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলাম, সহকারী কলেজ পরিদর্শক মোঃ আব্দুল মান্নান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এ ছাড়াও ফুল দিয়ে সংবর্ধনা জানান, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আহসানুল হক মুকুল ও সাধারণ সম্পাদক মোঃ মাতলুবুল মামুন এর নেতৃত্বে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজিজুল হক শাহ ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর নেতৃত্বে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। এসম উপস্থিত ছিলেন সহ-সভাপতি রতন চন্দ্র সরকার, সহ-সাধারণ সম্পাদক রেখা মৌসুমী, সাংগঠনিক সম্পাদক মো. আজিজার রহমান রাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার