দিনাজপুরের বীরগঞ্জ পৌর ভবনে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। অজ্ঞাত চোরেরা হিসাব শাখা কক্ষের জানালার গ্রিল কেটে আলমারি ভেঙ্গে ১ লাখ ১ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছেন পৌরসভার ভারপ্রাপ্ত সহকারি হিসাব রক্ষক মো. ওয়াজেদ আলী।
তিনি জানান, মেয়র কাউন্সিলরদের সম্মানি ভাতা বাবদ সোমবার ব্যাংক হতে ১ লাখ ৩৮ হাজার টাকা তোলা হয়। ৪ জন কাউন্সিলরকে সম্মানি ভাতা বাবদ ৩৬ হাজার টাকা প্রদান করা হয়। ১ হাজার টাকা নিজ হাতে রেখে বাকি টাকা আলমারিতে রেখে আসি। মঙ্গলবার সকালে অফিসে গিয়ে চুরির বিষয়টি জানতে পারি।
পৌরসভার সচিব সরদার আবু হানিফ জানান, সকালে পরিছন্নতাকর্মীরা কক্ষ পরিস্কার করার সময় হিসাব শাখা ৪নং কক্ষের ভিতর হতে দরজা বন্ধ দেখতে পায়। পরে অফিসে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের বিষয়টি অবহিত করলে অফিসের লোকজন দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। জানালার গ্রিল কাটা এবং আলমারি ভাঙ্গা এবং আসবাবপত্র এলোমেলোভাবে মেঝেতে ছড়িয়ে ছিল। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
বীরগঞ্জ থানার এসআই মো. মশিউর রহমান চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি মৌখিকভাবে অবহিত করার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সে সময়ে কী কারণে সিসি ক্যামেরা বন্ধ ছিল সব বিষয়গুলি পুলিশ খতিয়ে দেখছে। লিখিতভাবে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা