মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি গ্রামে কানন মোড়ল (২২) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ তার ঘরের পাশের একটি গাছের সাথে ঝুলানো অবস্থায় পুলিশ নিহত কাননের লাশ উদ্ধার করে। তার মুখ স্কচটেপ দিয়ে আটকানো, হাত-পা বাঁধা ও মাটির সাথে পা ভাঁজ করা ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই বাড়ির গোবিন্দ মৃধা ও জগদীশ মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়ি গ্রামের মান্নান মোড়ল মারা যাওয়ার পর বেশ কিছু জমি এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি দখল করে নেয়। এসব জমিজমা উদ্ধার করতে গেলে তাদের সাথে মরামারি ও আদালতে মামলা হয়। এছাড়াও নিহত কাননের বড় বোনকে দীর্ঘদিন ধরে পাশের বাড়ির এক বখাটে উত্যক্ত করার প্রতিবাদ করে এবং সে এলাকার একটি নারী ঘটিত ঘটনার সাক্ষী ছিল। এ কারণে তাকে কয়েক বার হত্যার হুমকি দিয়ে আসছিল স্থানীয় কতিপয় যুবক। এসব ঘটনার জের ধরে এ হত্যাকান্ড সংঘঠিত হতে পারে বলে পুলিশের ধারণা। ঘটনার দিন বাড়িতে পাকা ভবন নির্মাণের কারণে কানন মোড়ল সোমবার রাতে নিজ বাড়ির পাশের একটি ঘরে একাকি ঘুমিয়ে ছিল।
এ ব্যাপারে রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ, হত্যাকান্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে। আপাতত ঘটনা রহস্যজনক হলেও তদন্তে সহজেই আসল ঘটনা বেরিয়ে আসবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার