বাগেরহাটে জমি বিরোধের জের ধরে বসত ঘরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সকালে সৈয়দপুর গ্রামের ফকির মুরাদ হোসেনের বসতবাড়িতে প্রতিপক্ষরা প্রকাশ্যে এ ঘটনা ঘটায়।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানায় গৃহকর্তার স্ত্রী ছালমা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
ছালমা বেগম বলেন, ''আমাদের সম্পত্তিতে প্রায় ২২ বছর ধরে বসতবাড়িতে বসাবস করছি। আমার প্রতিপক্ষকরা ওই জমি থেকে উচ্ছেদ করতে নানা প্রকার হুমকি ধামকি দিয়ে আসছিল। এ ঘটনায় একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলে প্রতিপক্ষ খালিদ সাইফুল্লাহ ফকির বাবুল আক্তারসহ ৫-৬ জন তা মানতে নারাজ। এক পর্যায়ে মঙ্গলবার সকালে প্রকাশ্যে পেট্রল দিয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রন আনেন।''
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৭/মাহবুব