বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চৌমাথা মোড়ে অবস্থিত নুরজাহান প্লাজায় বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের আনছার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সাইফুল নুরজাহান প্লাজায় দেয়ালে রংয়ের কাজ করছিলেন। এ সময় পাশে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম