চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়র ধেররা গ্রামের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ওই এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, বিকেলে স্থানীয়রা ধেররা গ্রামের রেল লাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওই যুবকের গায়ে টি-শার্ট (কালো গেঞ্জি) ও পরনে জিন্সের প্যান্ট ছিল বলেও জানান ওই এসআই।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম