শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
দুলু-ছবিকে নাটোরের বাড়িতে ফিরতে বাধা দেওয়ার অভিযোগ
নাটোর প্রতিনিধি
অনলাইন ভার্সন
বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবিকে নাটোরের বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে নাটোর জেলা বিএনপি। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলন একই সঙ্গে বিএনপি নেতার বাড়িঘরে ছাত্রলীগের হামলা, গুলিবর্ষণের প্রতিবাদ এবং তার স্ত্রী জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবিকে সিংড়ায় দলীয় সভায় যেতে বাধা দেয়ার অভিযোগ করা হয়।
সংবাব সম্মেলনে বলা হয়, ''গত ৩ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের নেতৃত্বে ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে যুবলীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ নেতাকর্মী দুলুর বাড়ির সামনে এসে গুলি ও ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায়। ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রুবেল তার নিজের কাছে থাকা অবৈধ অস্ত্রের গুলিতেই আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগের করা গুলিতে পথচারী আনসার-ভিডিপির সদস্য সোহেল রানাও আহত হন।''
বিএনপি নেতারা বলেন, ক্ষমতায় থাকার সময় সাবেক মন্ত্রী দুলু নাটোরের কানাইখালীতে সকল দলের নেতাকে এক মঞ্চে নিয়ে নাটোরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার আন্দোলন শুরু করেছিলেন। তার সময়ে আওয়ামী লীগের কোন নেতাকে নাটোর শহর ছাড়তে হয়নি, এমনকি কোন নেতার বাড়িও ভাংচুরের ঘটনা ঘটেনি। অথচ এখন তিনবারের নির্বাচিত সাবেক এমপি এবং মন্ত্রী দুলু ও নবম সংসদে এক লাখ ১৮ হাজার ভোট পেয়ে সামান্য ব্যবধানে পরাজিত তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবিকে নাটোরে তাদের নিজের বাড়িতেই আসতে দিচ্ছে না। আওয়ামী লীগ নিজেরা নানা অপকর্ম করে পরিকল্পিতভাবে বিএনপির ঘাড়ে দোষ চাপাচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
নাটোর জেলা বিএনপি অফিসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু, সাবেক এমপি ডাঃ সুুফিয়া হক, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল কাদের, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, নাটোর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, ভাইস চেয়ারম্যান মহুয়া পারভীন লিপি, সিংড়া থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুজিবর রহমান মন্টু, সহ-সভাপতি অ্যাডভোকেট আজগর আলী, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদ ও নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা খাতুন রূপালী।
এদিকে জেলা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন তুষার জানান, বিএনপি নেতা দুলুর বাড়িতে হামলা এবং ছবিকে সভায় যেতে বাধা দেয়ার প্রতিবাদে নাটোরের সিংড়া, লালপুর, গুরুদাসপুর ও বাগাতিপাড়া উপজেলার যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৭/মাহবুব
এই বিভাগের আরও খবর