সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-১২’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার রাতে র্যাব-১২’র সদর দপ্তর সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের উদ্বোধন করেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম বার।
এ সময় উপস্থিত ছিলেন, র্যাবের সহকারী মহাপরিচালক কর্ণেল আনোয়ার লতিফ খান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, র্যাব-১২ পরিচালক অতিরিক্ত উপমহা-পরিদর্শক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, র্যাব-১০ পরিচালক অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক শাহাব উদ্দীন আহমেদ, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ র্যাব-১২ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরে এক নৈশ ভোজের আয়োজন করা হয। নৈশ ভোজ শেষে ঢাকা থেকে আগত শিল্পীরা মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম