বান্দরবানের লামায় বিষপানে মুক্তা বেগম (১৫) নামে এক কিশোরী মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে সরই ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিল্লারছড়া পাড়ার লাল মোহাম্মদের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে ছোট বোনের সাথে ঝগড়া করায় বিষয়ে মুক্তা বেগমকে মারধর করে তার বাবা লাল মোহাম্মদ। পরে ওই কিশোরী মুক্তা বাবার উপর অভিমান করে ফসলের জন্য ঘরে রাখা বিষ পান করে।
পরিবারের লোকজন দ্রুত তাকে লোহাগাড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই ইউপি চেয়ারম্যান ফরিদ উল আলম বলেন, পুলিশকে বিষয়টি অবহিত করেছি।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/আরাফাত