ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
দুর্ঘটনা এড়াতে সোমবার দিবাগত রাত ৪টার দিকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, যাত্রী ও যানবাহন নিয়ে পারাপারের সময় সোমবার রাতে ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে চারটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এর পরপরই বন্ধ করে দেওয়া হয় অন্য ফেরিগুলোও।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন