চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে অপহরণের একদিন পর রবিউল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। আজ গোপন সংবাদে তাকে ঝিনাইদহের বাদপুকুরিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে সংশ্লিষ্টতার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। অপহৃত রবিউল ইসলাম দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামের আক্কেল আলীর ছেলে। আজ দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, ঝিনাইদহের বাদপুকুরিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মকবুল মুন্সি ও একই জেলার নারায়নপুর গ্রামের আলিম হোসেনের ছেলে ওমর ফারুক।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, মঙ্গলবার রাতে কয়েক ব্যক্তি রবিউল ইসলামকে মাইক্রোবাসে করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে রবিউলের পরিবারের লোকেরা থানায় অভিযোগ করে। পুলিশ ভোরে ঝিনাইদহ থেকে তাকে উদ্ধার করা হয়। ওসি আরো জানান, আটককৃতদেরকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার