বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিজয় মেলা। বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। আগামী ২৭ তারিখ পর্যন্ত এ মেলা চলবে।
বিজয় মেলা পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার ও পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ।
এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিল্পপতি মিনহাজ আহম্মেদ জাবেদ, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূইঞা মানিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক মিলন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া মো. শাহ জাহান, যুগ্ম সম্পাদক শামছুদ্দিন জেহান, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর রহমান জাবেদ, সাইফুল ইসলাম সুমন, তানবীর খলিল বাবুসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও দলীয় নেতা কর্মীরা।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম