গ্যাস, বিদ্যুৎ, হোল্ডিং ট্যাক্স, চাল, ডাল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার সকালে প্রতিবাদ সমাবেশ করেছে নেত্রকোনা জেলা বিএনপি।
বেলা ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ উদ্দিন খান।
এসময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক, কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন