নেত্রকোনা পৌর শহরের বড় স্টেশন এবং কোর্ট স্টেশনের মাঝামাঝি চকপাড়া নামক স্থানে আজ সন্ধ্যায় ট্রেনের নীচে কাটা পড়ে রানা (২৫) নামের এক অটোচালক নিহত হয়েছেন। তিনি চকপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বড় স্টেশন ও কোর্ট স্টেশনের মাঝামাঝি চকপাড়া এলাকায় যাত্রী নিয়ে নামানোর পর অটো ঘুরাচ্ছিল চালক রানা। এসময় ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী ২৬৪ নং ডাউন লোকাল টেনে অটোটি ধাক্কা লাগে। এতে রানার পা দুটি বিচ্ছিন্ন হয়ে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা বড় স্টেশনের মাস্টার মো. কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেল লাইনের মাঝখান দিয়ে পায়ে হাঁটার সড়কে অটো চালানো এবং অসাবধানতার ফলেই এ দুর্ঘটনাটি ঘটেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার