সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় এক পথচারী নিহত হয়েছেন। তার নাম মো. সালাউদ্দিন চৌধুরী, বয়স ৩৮ বছর। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দুল মোস্তফা জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই পথচারী সালাউদ্দিনের মৃত্যু হয়। তার মাথা ও হাত থেঁতলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
সালাউদ্দিন একই এলাকার ছায়ের আহমদের ছেলে।
এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ