ময়নসিংহের নান্দাইলে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মাদ্রাসা ছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে মিয়াদ হোসেন নামের এক বখাটে। এ ঘটনায় নোমান (১৮) নামে ঐ বখাটের এক সহযোগিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার আচারগাঁও জলসিড়ি বাসস্ট্যান্ডে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার আচারগাঁও দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে স্থানীয় মিয়াদ হোসেন নামের এক বখাটে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেয়। ঐ মাদ্রাসা ছাত্রী সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। বুধবার বিকাল ৪টার দিকে আচারগাঁও জলসিড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঐ ছাত্রীকে পেয়ে মিয়াদ হোসেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে আবারও প্রেম নিবেদন করে। এতে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী এসে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা হাসপাতালে ও পরে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সহযোগিতা করার অপরাধে ফেরদৌস ভূইয়ার পুত্র নোমানকে আটক করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ