কুড়িগ্রামে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে সেবক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা ওসমান আলীর (৬৬) মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে শহরের কৃঞ্চপুর ডাকুয়া পাড়াস্থ পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
অগ্নিদগ্ধ হয়ে গুরুতর অবস্থায় শনিবার রাতে তাকে ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী (ইউএনও) আমিন আল পারভেজের উপস্থিতিতে 'গার্ড অব অনার' প্রদান করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, প্রচন্ড শীতের কারণে তিনি গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ করে তার কাপড়ে আগুন লেগে যায়। এ সময় তার শরীরের ৪৫ ভাগ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তরের জন্য চিকিৎসকরা পরামর্শ দেয়।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/আরাফাত