শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি জেলা শাখার সদস্যরা।
রবিবার সকাল ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষকরা জানান, শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫ শতাংশ প্রবদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদানসহ ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আকমল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ শিক্ষক সমিতির সদর উপজেলার সভাপতি খলিলুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান প্রমুখ। সভায় কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলার শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।
পরে শিক্ষক নেতারা ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম কাছে প্রদান করেন।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৮/মাহবুব