নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রানাকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দুপুর দুইটার দিকে সদর থানা পুলিশ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, বিএনপি নেতা অমরকৃষ্ণ দাসের বিরুদ্ধে চারটি ও রানার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এদিকে, বিএনপির নেতাদের গ্রেফতারের নিন্দা ও মুক্তি দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার ও ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৮/মাহবুব