শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ৫%বার্ষিক প্রবৃদ্ধি, উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে লালমনিরহাট ‘শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি’ মানববন্ধন করেছে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক শফিউল আরিফের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
রবিবার দুপুরে শহরের মিশনমোড় চত্তরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি খুর্শিদুজ্জামান আহমেদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি খায়রুজ্জামান মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডলসহ শিক্ষক নেতারা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন