চলন্ত ট্রেন থেকে পড়ে আহত রাশেদ নামের এক যুবককে উদ্ধার করে চিকিৎসার দায়িত্ব নিয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে ব্রাহ্মণপাড়া থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানতে পারেন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সালদানদী ও শশীদল রেল স্টেশনের মাঝামাঝি এক অজ্ঞাত যুবক ট্রেন থেকে পড়ে গিয়ে রেল লাইনের পাশে পড়ে রয়েছে।
এসআই যযুৎসু যশ চাকমা’কে ঘটনাস্থলে পাঠিয়ে যুবকটিকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২দিন চিকিৎসার পর কর্তব্যরত ডাক্তার জানান, রাশেদের একটি পায়ের বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার মেডিকেল কলেজ হাসপালে নিয়ে যেতে হবে। পুলিশ নিজ দায়িত্বে রাশেদকে কুমিল্লার মেডিকেল কলেজ(কুমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করে। কুমেক হাসপাতালের কর্তব্যরত ডক্তারের পরামর্শ অনুযায়ী রাশেদের প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করান। এছাড়াও তার ওষুধপত্র কিনে দেন।
এ ব্যাপারে থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরে এস আই যযুৎসু যশ চাকমাকে ঘটনাস্থলে পাঠিয়ে আহত রাশেদকে উদ্ধার করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত রাশেদের সঠিক কোন পরিচয় পাওয়া যায়নি। তাদের ধারণা সে মানসিক ভাবেও সুস্থ্য নয়। সে তার নাম রাশেদ, বয়স ২২, পিতা জাহাঙ্গীর আলম, মাতা সখিনা বেগম, গ্রাম চাঁনপুর (কবিরাজ বাড়ী), থানা কোতয়ালী, জেলা কুমিল্লা বলেছে। এই ঠিকানার প্রেক্ষিতে কোতয়ালী থানাকে তথ্য দিলে কোতয়ালী থানা, এই ঠিকানা সঠিক নয় বলে জানায়। তার চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি তার স্থায়ী পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।
বিডিপ্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান