নাটোরের সিংড়ায় ২৫২টি পরিবার পেল নতুন বিদ্যুতের সংযোগ। রবিবার দুপুরে প্রায় ৪৬লাখ ২১হাজার ৫শ টাকা ব্যয়ে উপজেলার শেরকোল ইউনিয়নের পাঁচবাড়িয়া, পাঁচপাড়া ও রানীনগর গ্রামের ৩.০৮১ কিলোমিটারে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল,হাতিয়ানদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান, নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ এর সিংড়া জোনাল অফিসের এজিএম মিজানুর রহমান সহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
বিডিপ্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান