মাঘ মাসের প্রথম দিনটি সিলেটের বিশ্বনাথ উপজেলাবাসীর জন্যে উৎসবের। প্রতি বছরের মতো এই দিনে উপজেলার গোয়াহরী বড় বিলে অনুষ্ঠিত হয় ঐতিহ্যের 'পলোবাওয়া' (বাশের তৈরি উপকরণ দিয়ে মাছ ধরা) উৎসব।
উৎসবকে কেন্দ্র করে মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম নিয়ে আগের দিন থেকে বিভিন্ন এলাকার মানুষ গোয়াহরীতে জড়ো হন। পরদিন সকালে পূর্ব নির্ধারিত সময়ে এক সাথে সবাই নামেন বিলে।
রবিবার বিলে গিয়ে দেখা যায়, কনকনে শীত উপেক্ষা করে সকল বয়সী মাছ শিকারী মানুষের ঢল নেমেছে বিলে। জাল নিয়ে শিশুরাও মেতেছে উৎসবে। দুই ঘন্টাব্যাপী চলা পলোবাওয়া উৎসবে ধরা পড়ে বোয়াল, শৌল, রুই, কাতলাসহ বিভিন্ন জাতের মাছ।
পলো বাওয়া উৎসবে অংশগ্রহণকারীরা জানান, যুগ যুগ ধরে এ উৎসব চলে আসছে। উৎসবের আমেজে আমরা সবাই একসাথে মাছ শিকারে অংশ নেই।
বিডিপ্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান